জীবনটা আমার সাজানো এক স্বপ্ন
স্বপ্নের রঙিন দেয়ালে- চাই, তোমার নাম লেখাতে
এ স্বপ্নের বাস্তবতা যাই হোক
এ স্বপ্নে রাখতে চাই শুধু তোমারই অস্তিত্ব
আমার শরীরের প্রতিটি কোষে
যেনো, ঘুরে বেড়ায় তোমারই প্রেমের ছন্দ।
তাই তো, তুমি আমার ভালোবাসার সূচনা।
মনের মধ্যে অন্য কারো না আসার অনন্যা।