কে আমি!
প্রয়োজন তোমার ,-
নাকি তোমার চাহিদা পূরণের আকাঙ্ক্ষা,
ভালোবাসা থাকলেও 'প্রতীক্ষা আছে'
জীবনে আনন্দ নেই, কিন্তু "তিতিক্ষা আছে"।
তোমাকে পাওয়ার ,-'মনে আশা আছে'
তবুও, 'প্রেমের ছন্দে' - আছে অর্থের অভাব।
বলছি যে, তুমি আমার প্রেম বঞ্চিত অধরা
আমি তো শুধু তোমারই ,-
কিন্তু হবে তুমি কখন- আমার! ও পিয়া -