প্রেম কি কখনো চায়! নতুনত্বের ছোঁয়া;
মনে ভয়, বিশ্বাসে অবহেলা, দু'হাত তুলে করি দোয়া-
যেন পশ্চাতে আমার- সুখে থাকো তুমি আর আমি অভাগা
তোমার জন্যে ভাগ্যে লিখিয়ে নিয়েছি অশ্রুভেজা রাতজাগা
দ্বিধাময় যন্ত্রণায় অস্থির এ হৃদয়ে
শৃঙ্খলার ধাপ ছিলে তুমি, জীবনে কোনটি এগিয়ে
মায়ার বন্ধন নাকি আত্মসম্মান
দিতে পারবে কি এর উত্তর তুমি? যদি হও মহান;
মায়াতে মায়া জন্মে, ভালোবাসার ছায়া
কি শুধু ভালোবাসলেই যায়- পাওয়া!
ভালোবাসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত, এ ঠোঁটে-
তোমার স্মৃতি মাখানো চিত্রের অধৈর্য করা রূপের কথা মোটে
যা রাঙানো রাতের চাঁদের জোৎস্নার স্নিগ্ধ আলোতে
গর্জে ওঠা বজ্রপাতেও নিশ্চুপ থাকে ,শুধু পারে ভালোবাসতে।