যে হাওয়া তোমার শরীর ছুঁয়ে আমার উত্তর জানালায়
সে হাওয়া প্রশ্নবিদ্ধ
ফতোয়া তোলো, বৈঠক ডাকো হে অরণ্য
পাখি বিনে আর কার আছে অধিকার
তোমার সমস্ত দেহজুড়ে নিঃসংকোচে উড়িবার!
জেগে আছে যে সব শিকারী, অথবা কুঠার
তাদের বলেদাও; আদম, তোমার অদম্য খুদা
নিবারণ পূর্বে কাছে এসো স্থির হয়ে বসো
খুঁজতে গিয়ে হয়রান হয়ে ঘুরোনা এপার-ওপার
নিয়ে যাও এক জীবন—ভালোবাসার—অপার।
যা কিছু জেনেছো ইত্তকাল; শ্মশান অথবা গোরস্থান
তার সবটাই ছেড়ে কিছু পথ চলো যাই—পশ্চাতে
যেখানে আছে শুরু এবং শেষ বলে একটা চিহ্নের হাহাকার
সেখানেই খুঁজে পাবো এক জীবন—ভালোবাসার—অপার।