জন্ম নিয়েছিলাম এর চেয়েও বিস্ময়কর;
এখনো বেঁচে আছি !
এক অদৃশ্য ট্রেনে চড়ে অনাবিল সুখের আস্বাদন পেতে
স্টেশনের অভিমুখে ছুটি ।
সময়ের তাড়া খেয়ে এই ছুটাছুটিতে ভাবাই যায়না;
একবার পিছনে ফিরে দেখি !
ইতি মধ্যেই পদপৃষ্ঠ হয়ে হারিয়ে গেছে আমার-
জনা কয়েক সঙ্গি।
থেমে নেই, কেউ থেমে নেই, আমিও না ।
আমাদের কাছে, ঘোড়া কিংবা অন্যান্যরা হার মেনেছে অনেক আগে,
জয়ের কেতন জুড়ে দিয়েছি চাঁদে ।
আমাদের আর কেইবা হারাতে পারে ?
পৌঁছবোই । কোথায় ?
যেখানে সুখ আছে শান্তি, যেখানে অলস সময় কাটাতে পারি
ভয়হীন-অন্তহীন ।
প্রাণপণে একদিন পৌঁছে যাবো ষ্টেশনে। তারপর সে ট্রেন এসে
নিয়ে যাবে স্বর্গরাজ্যে, আহ... অতঃপর সুখ আর সুখ ।
ট্রেনটা দেখে নিয়ে একবার পিছনে দেখবো,
বিজয়ের হাসি হেসে দেখাব,
পিছিয়ে পড়াদের জন্য মন্তব্য, হারিয়ে যাওয়াদের জন্য সমবেদনা ।