নদী দেখবো ভেবে আমি বর্ষার কাছে গেলাম
সে তার লাগামহীন যৌবনের গল্প শুনিয়ে বাড়ির পথ দেখালো;
আমি ভয় পেলাম কিনা জানিনা তবে ফিরে এলাম।

এই শহরের যৌবনে যদি ভাঙন থাকতো, তবে—
আমি আরেকবার বেঁচে ফিরতে পারতাম।