বর্ষা আড়িপেতে শুনে যায় গোপন বাসনা
তিমির রাত্রিরে শিশুর ক্রন্দনালাপ
আমাকে ছুঁয়ে যায় তোমার উচাটনাভাব।
বলবে না জানি, আমিও অকাট বসে থাকি
অপেক্ষা, ভয়, যন্ত্রণা―আমন্ত্রণ বাসনা।
তোমার আমার শিশুতোষ ভাবনা;
পুড়ে যায় দিন, রাতকে করেছি সঙ্গিন
ছাই হবো―হবে, রক্তাক্ত হবো―হবে, তবুও
জানবে না―অন্যে, একে-অপরে, অতীত।
অতীত বেঁচে থাকে, থাকুক যদ্দিন বাঁচে
বর্তমানের টুঁটি চেপে সময়কে বিচক্ষণ দৃষ্টিতে পুড়ি
পোড়াতে-পোড়াতে খুঁজি ভিন্ন পথ―না-দেখা সহজ
আখেরে ধ্বংস―তুমি, আমি, অথবা অতীত
-এর একটিতেই আমরা সম্পূর্ণ আমদের!