ঘাড়ের উপর বসে ছিলেন যিনি
তাকে নামাতে পারিনি।

শিকারের খোঁজে শিকারি ঘুরে বেড়ান;
আমি ছুটি রোজকার জানাজায়
ঘুরেও এসেছি শ্মশান—পোড়া শরীরের ঘ্রাণ—

বিস্মিত হইনি, বরং
সাজিয়েছি থালা
পূজোয়

ঘাড়ের উপর আসন পেতেছি, আসুন
আপনিও একবার বসে যান।