গ্রামের সেই ফসলি মাঠের সৌন্দর্য
সেই যে হলুদ সবুজের সমারোহ
বিষন্নতা কেটে যায় রঙের মুগ্ধতায়
ক্ষণিকেই মুছে যায় যত বিরহ ।
আজও হাতছানি দিয়ে ডেকে যায়
বাংলার সেই স্নিগ্ধতা, সেই কোলাহল
সবুজের পরে সবুজের বেলাভূমি
আর শালুক বিলের সেই হাটুজল।
কৃষকের শ্রমে হেসে উঠে ফসলের মাঠ
দূর পথে মাঝিরা পাড়ি দেয় গান গেয়ে
বয়স্কদের সময় কাটে রাজ্যের গল্প বলে
ঘরের কাজে ব্যস্ত থাকে লজ্জাবতি মেয়ে ।
কাঁশফুলের দোল মেলে না তো সবখানে
মিলবে কি শাপলার সেই মায়াবী রঙের ছোঁয়া
আর কোথায় পাবে বিলের পাড়ের হাওয়া
এই বাংলার গ্রামেই খুঁজে পাবে যত মায়া ।
শখের মাঝি হয়ে কাঁপা হাতে বৈঠা বাওয়া
চুরি করে কৃপণ গৃহস্থের শখের ফল খাওয়া
সেই শীতের পিঠে, পুকুরের দখিনা হাওয়া
আর দলছুট কিশোরদের সাথে হারিয়ে যাওয়া।
শহরকে আঁড়ি দিয়ে একটু পথ পাড়ি দিয়ে
দেখে যাও গ্রাম-বাংলার মায়াবী রূপ
খোলা আকাশের নীচে জোনাকীর আলোয়
গল্পের আসরে খুঁজে পাবে স্বর্গীয় সুখ।