চেয়েছিলো অধিকার,তকমা পেলো ‘রাজাকার’
যারা বলিস ‘রাজাকার’, তোরাই হলি কুলাঙ্গার
ভারতপুষ্ট চাটুকার, স্বৈরাচারী অত্যাচার
এইবার তোরা দেশ ছাড়, নইলে ক্ষমতা ছাড়।
নামেই মাত্র স্বাধীন দেশ, ভেতরে শুধুই জীর্ণতা
পরাধীনতায় জরর্জরিত বাংলাদেশের জনতা
‘মগের-মুল্লক’ এই দেশটার, তোরাই হলি প্রণেতা
গরীব হলো আরও গরীব, নুন আনতে পান্তা।
তোদের মতের বাইরে গেলেই, করে দিস গুম
কতজনের প্রাণ কেড়েছিস, কারো কেড়েছিস ঘুম
ফাঁসিতেও ঝুলিয়েছিলি, মানুষরূপী তোরা নরাধম
তোদের চেয়েও ঐ ইবলিশ’ই হবে বুঝি উত্তম।
স্বৈরাচারীর শোষণেতে জীবনটা সবার অঙ্গার
তোদের পিতাও দেশটাকে, করেছিলো বলৎকার
জনতাই করেছে স্বাধীনতা, তোদের কেন অহংকার
পিশাচ নয় ! এই দেশেতে বীর-যোদ্ধাকেই দরকার ।
স্বাধীন আমার বাংলাকে, করলি তোরা পরাধীন
তোদেরই থাবায় বাংলার বুক হলো রক্তে-রঙীন
অনাচার করে কেউ টিকেনি তো বেশি দিন
সময় এখন, কড়ায় গন্ডায় আদায় হবে সব ঋণ