এতো রূপ এতো যে রঙ, এই ধরণীকে ঘিরে
সেই রঙেরই মায়া জমে গেছে মনের গভীরে
প্রাণের পরশে আপন করে রাখে সে আমারে
যদিও এই বন্ধন, যে কোনো ক্ষণ যাবে ছিঁড়ে।
 
এতো অনুরাগ, এতো যে মায়ার বন্ধনে জীবন
একটু সুখী হতে আমার নিত্য কত আয়োজন
আরেকটু বেশি কিছু পেলে বুঝি, হবো সুখী জন
এমনি করে এই রঙের মাঝেই কাল-ক্ষেপণ।
 
সীমানা পেরিয়ে হারিয়েছি কত বেলা-অবেলায়
সব কিছু ভুলে মেতেছি ক্ষণিকের রঙ্গ-মেলায়
জীবন-সুখের সমীকরণ মিলিয়েছি অবহেলায়
সময়ের দাম কত, বুঝা হয়ে যায় শেষ বেলায়।