মানুষই শুধু করতে পারে মানুষের সম্মান
আবার মানুষই করে মানুষের দুর্নাম
দোষ-ত্রুটি খুঁজে তিলকে তাল করে
আবার তারাই অগোচরে করে বদনাম ।

অন্যের যত দোষ-ত্রুটি কিংবা কোনো খুঁত
মনে বুঝি আনে আনন্দ, লাগে শ্রুতি মধুর
তোমরা যার কথা বলো , যাকে হেয় করো
হয়তো বা তার কাছে তা বেদনা বিধূর ।

কি সত্য, কি মিথ্যা বিবেচনা কেউ করে না
অন্যের সব দোষ প্রকাশেই যেন আনন্দ
কি বা যায় আসে অন্যের ক্ষতিতে
হয় হোক সে জন ভালো কিনবা মন্দ ।

এক কান হতে, সব কানে পৌছে দিতে
নিবেদিত প্রাণ করে যায় প্রচার প্রাণপণে
যতই হয় প্রচার ততই বাড়ে অনাচার
সমাজও কুলষিত হয় এই কারণে ।
 
আহারে অবুঝ মানুষ আমরা !
আবার সকলেই ‘উম্মতে রাসূল’
ধর্ম কর্ম করেও দিন প্রতিদিন
অকারণেই সবে করি গীবতের ভুল ।
 
প্রিয় রাসূলের কথা বড়ই দামি
দিয়েছেন আমাদের কড়া হুঁশিয়ারি
গীবত যে করে গীবত যে শুনে
সকলেই যেন পাপের পাল্লা করছে ভারী ।
 
সে’ই যে কবে, গীবতের পাপ যে করেছে
হয়তো বা ভুলেই গিয়েছে পাপী নিজে’ই
দিন শেষে তওবা করে পাক-সাফ হয়ে
হয়তো চলেছে ইসলামের সরল পথে’ই ।
 
অন্যের দোষ আছে যত, বানিয়ে নিজের মত
জনে জনে ঐ বিদ্বেষের বিষ ঢালিছো
শয়তানের ফাঁদে নিজের অগোচরে
নিজেদেরই নীরবে ধ্বংস শুধু করছো ।
 
গীবতের শাস্তি জানো নাকি তুমি -
‘সব ভালো আমল তোমার হয়ে যাবে বদল
রিক্ত হস্ত হয়ে দেউলিয়া হবে আখেরাতে
তোমার ঘাড়ে জুটবে অন্যের বদ-আমল’।

হে আল্লাহ গীবতের মায়াজাল হতে আমাদের বাঁচাও
মন প্রাণ দিয়ে করছি তাওবা , পড়ছি ইস্তিগফার
কু-সঙ্গ হতে বাঁচাও ,জিহবাকে সংযত করে দাও
তুমি’ই রাব্বুল আলামিন তুমি’ই তো গাফ্ফার ।