শত বছরের চেতনা ‘তুমি’
তবুও তোমাকে আমরা চাই না
তোমারই মাঝে ইসলামের কোন
শিক্ষা তো খুঁজে পাই না ।

যে দিকে তাকাই তোমার’ই কর্তৃত্ব
তখন নিজেই ভুলি, নিজের অস্তিত্ব
তোমরা সবাই, জোর করে
খেয়ে নিচ্ছে জনতার মস্তিস্ক।

আর তো পারি না, মানতেও পারি না
আর কত কাল সইবো এত যাতনা
কুলাঙ্গার জনতাও কিছু কয় না
তাই তো মনে পাই না কোন সান্ত্বনা ।

তাদের চেতনায় অচেতন জনতা
চারিদিকে গুনকির্তনের যত ডঙ্কা
চলছে রাজত্ব আর একক কর্তৃত্ব
পরকালের যেন নেই কোন শংকা ।