এই তো সে দিনই, সব বন্ধুরা এলো
বিশাল বড় একটা কেক কাটা হলো
স্বাগতও জানালো শত বর্ষের পূর্তিতে
দিনটাও কেটে গেলো আনন্দ ফুর্তিতে ।

বলো কি ? ১০০তেই হয়ে গেলাম বুড়ো ?
সে দিনই তো মরে গেলো, হারাধনের খুড়ো
শুধু বুড়োরা’ই মরে যায় বয়সের ভারে
তরুণদেরই প্রয়োজন এ জগত সংসারে।

বয়সটা তো সংখ্যাই, যত সংখ্যাই ধরো
তারুণ্যই বেঁচে থাকে, তারাই হলো হিরো
তুমি যারে বুড়ো বলো বুড়ো সে তো নয়
দেখে নিও কত রঙে, রাঙ্গানো এ হৃদয়।