রাজার মতন ছিলাম আমি, ছিল কত আয়েশ
হঠাৎ করেই দিন ভিখারি, মিটে গেছে খায়েশ
ছিল কত পাইকপিয়াদা শুনতো সব ফরমায়েশ
নিজের কাছেই প্রশ্ন করি, কেন এলাম বিদেশ।
 
প্রাণের কত বন্ধু ছিল, স্বজন ছিল অনেক জন
তাদের ছাড়া এই শহরে আর বসে না তো মন
এই শহরে ছুটছে সবাই, কে থামবে কখন
এমনি করেই ছুটছে মানুষ, রাখছে জীবন পণ ।
 
মায়ের হাতের রান্নাটা যে, আর হবে না খাওয়া
মাঝে সাঝে উপোস থেকে, খেতে হবে হাওয়া
স্বপ্নময় এই শহরে স্বপ্ন গুলো, লাগে বুঝি ভুয়া
কি আর করা, চলে চলুক, চাই যে শুধু দোয়া ।
 
দেশপ্রেমিক না হয়ে, হয়ে যাবো ডলার প্রেমিক
তার নেশাতেই সকাল-বিকাল ছুটবো চারিদিক
ব্যস্ত আমি থাকবো জেনো, দাও না যতই ধিক
এই শহরে পয়সা ছাড়া, লাগবে সব বে-ঠিক ।