শব্দ দিয়ে ছন্দ মিলাই, তবে নই তো আমি কবি
লেখালেখির এই কাজটা আমার, বরাবরই হবি
কিছু হয়তো ভালোই হয় বাকী সব হাবিজাবি
তবুও আমি শব্দ দিয়েই আঁকি যত ছবি ।
শব্দগুলোই শক্তি আমার, তারাই আমার স্বপ্ন
দিন শেষে ঐ শব্দ গুলোই, মনকে করে প্রসন্ন
ভাবনা গুলোয় রঙ মিশিয়ে হই যে ভীষন ধন্য
জাগরণের স্বপ্ন গুলো বিলিয়ে দিই সবার জন্য ।
তোমার জন্য’ও গাঁথি মালা শব্দমালা দিয়ে
তারার মেলায় তোমার কথাই দিলাম ছড়িয়ে
দিন শেষ সব কথার মালা যায় যে ফুরিয়ে
তুমি না থাকলে, সব কিছুই যে, যাবে গুলিয়ে।