রক্ত দিয়ে অগণিত মজলুম এনেছিল স্বাধীনতা
বাংলার বুকে ভেবেছিলো আনবে সুখের বারতা
সোনার বাংলাকে ঘিরে থাকবে জীবনের পূর্ণতা
আগামী প্রজম্মের মাঝে থাকবে না জড়াজীর্ণতা।
কোথায় আজ স্বাধীনতা, কোথায় তার সৌরভ
কোন্ কারণে আজ শোষিত, স্বাধীনতার গৌরব
সেই বাংলার জনতার, আজ আর নেই কলোরব
নিষ্পেষণে প্রতিবাদী কন্ঠগুলোও হয়ে গেছে নীরব।
হায় স্বাধীনতা! কে তোমার মুক্তকন্ঠ করেছে রোধ
প্রভাতের আলোর শুরুতেই যত মিথ্যের প্রবোধ
আর চুপ করে নয়, এখনই গড়তে হবে প্রতিরোধ
এবারের শপথ হবে স্বাধীনতা হারানোর প্রতিশোধ।