মানুষের হাসিতেই, প্রাণ হাসে আমার
তাদের খুশিতেই, মন খুশি হয় আমার
তাদের স্বস্তিতেই, যত সুস্হ্তা আমার
তাদের জন্যই, ইচ্ছে করে বাঁচাবো আবার ।
কে কোথাকার, কোন ধর্মের, কোন্ ভাষাভাষী
মানুষ আমি, তাই মানুষের কাছেই ছুটে আসি
তোমাদের এতো কাছে এসে, থাকি পাশাপাশি
তোমাদের প্রাণ খোলা হাসি, বড্ড বেশি ভালোবাসি ।
মানুষের হাসি, আর কি কেউ পারে এমনি করে
এই বিশ্ব চরাচরে, মানুষই শুধু পারে
আহা! এ কেমন সুর মূর্ছনায় প্রাণটা যায় জুড়ে
এমন মুগ্ধতায় জমাট কষ্ট যত নিমিষে যায় ঝরে।
তাই এই যে মানুষের খুশির স্বর্গীয় মূর্ছনা
আরও একটু বেশি দিন বাঁচার জাগায় প্রেরণা।