‘এই প্রজন্মকে কি বানাতে চাস
তোদের পা চাটা কোনো অনুগত দাস’ ?
বীরেরা করে না গাদ্দারী, তাবেদারী
প্রয়োজনে, হবে তারা লাশ ।

সাবাশ! তরুণেরা সাবাশ!
তোমাদের নিয়েই লিখবো আমরা নতুন ইতিহাস
তোমাদের কাছেই রেখেদিলাম আমাদের বিশ্বাস
হয়তো এবার সুস্হ পরিবেশে নিবো সস্ত্বির নিঃশ্বাস ।

চাটুকারের ভিড়ে এই অসুস্হ শহরে
মুক্তিকামী মনটা করে আনচান বারেবারে
ও রে দামাল, দে রে সামাল, পিশাচরূপী দানবেরে
জোঁকের মতই চেপে বসে আছে, আমাদের ঘাড়ে ।