এ পাড় হতে চলে গেলেই তো সব শেষ নয়
ও পাড়ে গেলেই বুঝা যাবে কার কত সঞ্চয়
বিশ্বাসী আমি , মৃত্যুকে কি আর, পাই ভয়
শুধু হিসাবের কথা ভাবলেই মনটা ভীত হয় ।
পূণ্যের কথা না’ই বলি পাপের বোঝা যে অনেক
তুবও জীবন চলছে বি-পথে একের পর আরেক
পাপ পূণ্যের বদলাও আছে স্রষ্টাও আছেন এক
ভালো মন্দ জেনেও কোথায় যে হারায় বিবেক।
অন্যরা জানে ভালই আমি, বাহিরে সাচ্চা লোক
নিজেকে নিজে ভালই চিনি, যে যাই আমায় বলুক
দুর্বল ঈমানের এ বান্দার , দূর করে দাও যত দুখ
ক্ষমা করো প্রভু , পাপের বোঝা যতই ভারী হোক ।