কোরআনের মতন পাবে কি খুঁজে এমন ঐশী বাণী
তব বিশ্বব্রহ্মাণ্ডের গোপন ভান্ডার নিয়েছিল আনি
যা কিছু গত আর অনাগত লিখেছে ঐ ঐশী লেখনি
কত পথহীন পেয়েছে পথ, বদলেছে পঙ্কিল জীবনী।
 
সকল ধর্মীয় গ্রন্থ হতে কোরআনই আছে শুধু অবিকৃত
হাজারো বছর ধরে যার অবিকল সৌন্দর্য স্বীকৃত
কোটি অনুসারীর বক্ষেও সমগ্র গ্রন্থ আছে প্রোথিত
যার আলো দ্বারা অগণিত মানুষ হয়েছে আলোকিত।
 
কোরআনই হতে পারে সব গ্রন্থের এক কষ্ঠি পাথর
এই গ্রন্থেই পেয়ে যাবে অজানা যত প্রশ্নের উত্তর
যেই গ্রন্থ পাঠে শান্তি পায় যে কোনো বুভুক্ষ অন্তর
কাব্যিক ছন্দেও মুখরিত হয় ধূঁ ধূঁ মরু প্রান্তর।

কোরআন না বুঝে,যারা বক্রতা খুঁজে, করুক না ভ্রুকুটি
সমগ্র গ্রন্হ নয়, লিখুক না সামান্য লাইনেরই কোন একটি
মানব কিংবা জ্বীন,হোক না জড়ো হাজারো লক্ষ কোটি
পারবে না, কক্ষনো পারবে না  লিখতে এমন আরেকটি!