বুক ভরা কত স্বপ্ন জ্বেলে
মায়ের আচঁলটা দূরে ঠেলে
দাঁড়িয়ে ছিলাম, দু’হাত মেলে
আর তোমরা আমায় বুলেট দিলে ।
ন্যায়ের কথা বলবো বলে
শোষণ-পেষণ সব’ই ভুলে
হাসবো-চলবো প্রাণটা খুলে
তাই- দাঁড়িয়ে ছিলাম, দু’হাত তুলে।
মানুষ কী পায় আর অমরত্ব ?
বাঁচি’ই যদি, বাঁচবো বীরের মত
মরি’ই যদি, মরবো শহীদের মত
এ মাথা করবে না তো অবনত ।
জীবন দিয়েই বলে গেলাম
নই তো তোদের কেনা গোলাম
এই প্রজন্মকে বলে দিলাম-
এবার আমরা যোদ্ধা হলাম ।
আমরা স্বাধীন থাকবো স্বাধীন
আমরাই স্বপ্ন আমরাই রঙিন
আমরা আনবো সোনালী দিন
মুক্ত আমরা, নই পরাধীন ।
আমরাবিহীন ! জাতি শক্তিহীন
আমরাই আনবো আগামীদিন
লড়াকু হয়েই বাঁচবো প্রতিটি দিন
চলুন তারুণ্যের মাঝেই হই বিলীন ।