হুজুর বা মোল্লাই ডাকে কেউ দাঁড়ি-টুপি পড়লেই
দোষ পড়ে সব মোল্লাদের , তারা কিছু করলেই
মৌলভি বা মোল্লা বলো , যাকে তাকে অনায়াসে
যদিও জানি, যে নামেই ডাকো, নামে কি যায় আসে ।
ঐ নামেতে দাঁড়ি-টুপি'ই, তোমাদের চোখে ভাসে
এমন পোষাকের কত মানুষই মিলবে আশে পাশে
সুন্নাতের দাঁড়িটা রাখলে, মাথাতেও টুপিটা জড়ালে
আসল নামটাই হারাবে ‘মোল্লা’ নামের আড়ালে।
ধর্মীয় শিক্ষা করলেই নাকি সবে হয়ে যায় সেকেলে
চাও, বা না চাও,নামটাও ঠেলে দিবে মোল্লার দলে
ধনীর মেধাবী বাচ্চারাই পড়ে সবাই স্কুল কলেজে
ডানপিঠে গুলোকে, পাঠিয়ে দাও মাদ্রাসা বা হিফজে।
ইদানং মানুষেরা ‘মোল্লা’ নামটা খুব বেশি হাকছে
উপহাসে কেউ তো সেই নামেই কাউকে ডাকছে
ইসলামকে ভালোবেসে যারা মক্তব-মাদ্রাসায় পড়ছে
সমাজের কুটিল মানুষগুলো হেয় তাদের করছে ।
এক সময় মোল্লারাই ছিল এই সমাজের মাথা
তাদের সাথেই ঐতিহ্যটাও ছিল একই সুত্রে গাঁথা
আজ মোল্লারা কাজের চেয়েও নাকি, বলে বেশি কথা
ফতোয়ার পাকেও নাকি প্রগতিতে দেয় তারা বাঁধা ।
তারা তো ধার্মিক নয়, যারা ধর্মটা নিয়ে খেলে
সাধারণ মানুষকে বিভ্রম করে সুযোগটা পেলে
আজ সমাজটাও তো চলছে সমাজপতিদের চালে
মোল্লারা চক্ষুশূল হয় নীতিবান হয়ে চললে ।
ইসলাম ধর্মটা যেমন ছিল আগে, সে মতে’ই আছে
এর’ই মাঝে দুষ্টরা শুধু নিজেদেরই স্বার্থ যাচে
মোল্লারা যা’ই বলে তাতেই তাদের ক্ষোভ যায় বেড়ে
তখনই ধর্ম ব্যবসায়ীর তকমাটা পড়ে এসে ঘাড়ে।
যে যার স্বার্থেই কিন্তু ঢিল ছোঁড়ে মৌ’য়ের ভাড়েঁ
সব দোষ নন্দ ঘোষ, শুধু কেনো মোল্লাদের ঘাড়ে
সেক্যুলার ভাবে তারাই বাড়ায় সমাজের গতি
কেউবা বলে,সেক্যুলারদের মতিভ্রম আনে অসংগতি।
এখনো অনেক জ্ঞানী মোল্লা সমাজে খুঁজে পাবে
ইসলামকে বাঁচাতে নিজের বুকের রক্ত দিয়ে দিবে
হৃদয়ে রক্তক্ষরণ হয় তাদের সমাজের অবক্ষয়ে
সর্বদাই ভীত থাকে প্রাণ যাদের আল্লাহর ভয়ে ।
জানো নাকি কতক মৌলভি যে আল্লাহর ওলী
যাদের জীবন চলিছে এই ধরণীর মোহ ভুলি
যেখানেই থাকুক না, সম্মানিত তাদের চরণধূঁলি
কি বা যায় আসে যতই হেয় করে মোল্লা বলি ।
তোমরা বুঝি কটু গন্ধ পাও সেকেলে মোল্লাদের গায়ে
প্রগতির গতিও নাকি তারাই রোধ করে ধর্মকে জড়ায়ে
এঁড়িয়ে চলো তাদের , যদি দেখো ডানে কিনবা বাঁয়ে
তাদেরই সাথে ভাতৃত্বের বন্ধন দিয়েছো বাড়ায়ে ।
তবে কেনো -
মোল্লাকেই প্রয়োজন তোমাদের জানাজা দিতে
মোল্লাকেই প্রয়োজন তোমাদের বিয়ে-শাদীতে
মোল্লাকেই প্রয়োজন ঈমানী শক্তি বৃদ্ধিতে
এই মোল্লা ছাড়া কে আছে দাঁড়াবে ঈমামতিতে ?
এটাও মানতে হয়, সকলেই হক্কানী মৌলভি তো নয়
নাম দিয়ে’ই কারো পাবে নাকো আসল পরিচয়
কেউ কেউ তো শুধু মোল্লা নামের মুখোশ পড়ে রয়
এর’ই মাঝ হতে ভালো মৌলভিদের খুঁজে নিতে হয় ।
নোটঃ আমার যা কিছু লেখা সবই কল্পনা প্রসূত। কোন শ্রেণী বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নয় । কাউকে হেয় করাও উদ্দেশ্য নয় ।আশা করি কেউ ভুল বুঝবেন না । যদি কোন প্রশ্ন থাকে , করবেন ।