তার চকিত চাহনি পরানের মাঝে মিশেছে
চাঁদের মতন নও তুমি, চাঁদেরও দাগ আছে
মমতা মাখা ঐ বদনে কেবলি মায়া আছে
সেই টানে বুঝি,ছুটি বারেবারে তারই কাছে ।
তুমি থাকো যত দূরে, আমি আরও বহু দূরে
তবুও দুজনার সুর বুঝি বাজে একই সুরে
অজানার মাঝে থেকেও আছো বাহু ডোরে
ছায়াসঙ্গী হয়ে থাকো, থাকো মায়ার আদরে।
নিঃসঙ্গতা যখন ভিড় করে, উদাসী হয় মন
অকারণে হারানো স্মৃতি গুলো করে গুঞ্জন
ঠিক তখনই আলো হয়ে, তোমার আগমন
তোমার মায়ার আঁচল ধরেই, বাঁচি প্রাণপণ ।