এই প্রকৃতির ছন্দ নিঃশব্দে ছড়ায় মনে আনন্দ
সোনালী ফসলের ভিড়ে খুঁজি প্রিয় মাটির গন্ধ
আলো আঁধারে পাই জোনাকি-জোছনার দ্বন্দ্ব
প্রাণ-প্রকৃতির মাঝেই, রয়ে যায় নিবিড় সম্বন্ধ।
বাংলার মানুষ, তাই বুঝি আমি সবচেয়ে সুখি
ঐ মেঠো পথে হেটে ব্যস্ত শহরের বিষন্নতা ঢাকি
নীরবে শরৎ-বসন্ত-হেমন্তের আসা যাওয়া দেখি
ঘন বাঁশের মর্মরে আঁধারের সৌন্দর্য্য মাখি ।
বাংলার বুকে এতো যে মধু, জানে খুব অল্পই শুধু
অতি সাধারণ খাবারের স্বাদেও থাকে অমৃত যাদু
তেমন’ই আছে গাঁয়ের ফুল ফসল আর গাঁয়ের বঁধু
দুরন্ত কিশোরদের ডাংগুটি আর বিকেলে হা ডু ডু ।
ধূসর মাঠে লাঙ্গলের মহড়া শান্তি এনে দিতো মনে
কৃষকের অদম্য ভালোবাসা ছড়িয়ে দিতো সব খানে
এই জীর্ণ ধরণী প্রাণ খুঁজে পেতো ফসলের ঘ্রাণে
ইচ্ছে করে, বারেবারে আসি ফিরে বাংলার টানে।