ফুলের সৌন্দর্য দেখে বলো কি অপরূপ মোহময়
পাহাড়কে দেখে বলো এত বিশাল কি করে হয়
জেনে রাখো, মানুষ তুমি, এই ধরণীর তুমি বিস্ময়
সব ছাড়িয়ে তুমি, তোমার চরণেই ধরণী পড়ে রয়।

সময়ে সূর্যের উত্তাপও কমে, ঐশর্য্যও হয় বিলীণ
গোধূলী বেলায় হারিয়ে গিয়ে আনে নতুন দিন
সূর্য নও, তবুও তুমি গুণী তারচেয়েও আরও বেশি
তোমার পেশী হতে, স্বপ্নের ক্ষমতা আরও বেশি।

মানুষ তুমি, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়
তোমার চেয়েও শ্রেষ্ঠ এ ধরণীতে আর কেউ নয়
কে বলে তুমি খর্ব, কৃষ্ণকায়, কে বলে তুমি দূর্বল
চাঁদকে, আকাশকে ছুয়েঁ দেয় তোমার দৃঢ় মনোবল ।

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিন সবই তোমার চেনা
তোমারই কাছে মুখ থুবরে পড়ে সব অজানা
বিজয় ছিনিয়ে আনো , তুমিই ধরণীfর গৌরব
মানুষের মত মানুষ হয়ে ছড়িয়ে দাও সৌরভ ।

পারবে না বলে, কে দেয় তোমারে পিছেনে ঠেলে
মানুষেই পারে, সুযোগ দিলেই তার কৃতিত্ব মেলে
বুদ্ধির জোরে মানুষেই করে, তাই তো সে শ্রেষ্ঠ
তোমারে রুখে দিতে চায়, কে আছে এমন ধৃষ্ট।