ওরে ও ভোলা !তুই কেমন করে হলি আত্মভোলা
কে বুঝেছিলো ঐ রূপের নীচে তুই যে আরশোলা
এতো সম্পদ কেমন করে ভোগ করবি একেলা
এক জীবনে বাঁচতে লাগে কয়টা ধানের গোলা !

অবাক হই যখন শুনি, তোর পুকুর চুরির কথা
কয়টা তুই করেছিস চুরি, তা হিসাব করাই বৃথা
তুই তো নাকি, সব অনিয়মেরও সবচেয়ে বড় হোতা
তোর কৃতকর্ম সব লেখা হলে লাগবে হাজার পাতা।

আরও শুনি, তোর নাকি আজ হাজার কোটি টাকা
হাজার বিঘা জমিগুলোও সব, ছিলো কোথায়  ঢাকা
আজ নিজের দোষেই তোর চলার পথ হলো আকাঁবাকা
কি কারণে তোর চরনে, ঘুড়ছেনা আর ঐ ক্ষমতার চাকা ।

এমন তরো রাক্ষসেরা এই দেশেতে নয় তো বে-নজির
বটের ছায়ায় লুকিয়ে যারা, তাদেরও করতে হবে হাজির
স্বপ্নের দেশ যদি গড়তেই চাও তবে দূর্নীতির জায়গা নাই
নিজ দেশকে ভালবেসে প্রত্যেকেরই সৎ হওয়া চাই ।