মিডিয়ার যুগে পুরো বিশ্বটা, আজ সকলের হাতের মুঠোয়
গতিময় সবার জীবন, আবার বেগবানও ঘড়ির কাঁটায়
তবুও জীবনের মান, সময়ের দাম, দু’টোই ধূলোয় লুটায়
দিনে দিনে অগোচরে, সবার’ই দিন কাটে নিঃস্বঙ্গতায় ।
অকারণেই সবাই, রাগ-অনুরাগও ছড়ায় সামাজিক পাতায়
সুখে-অসুখে মান-অভিমানের অব্যক্ত কথাও লিখে যায়
জানি না কোন্ কারণে জীর্ণ মানসিকতা বিশ্বকে জানায়
প্রগতির নামে,জীবনের মান ঘুর পাক খায় বিভীষিকায় ।
যা কিছু ব্যক্তিগত, সবই ছড়িয়ে দেয় তথ্য যুগের কল্যাণে
সুখ-দূঃখ শুনে কেউ ব্যথিত, উচ্ছ্বাসিত হয় মিছে গুণগানে
তোমার মনের ক্ষোভ যত জনে জানে, ছড়ায় যত কানে
মনে রেখো সুখের বদলে , শুধুই অশান্তি ডেকে আনে ।
ইচ্ছে করে চিৎকার করে বলি,ওরে; ও দূঃখী জনতার দল
যা কিছু অনুযোগ-অভিযোগ, তোরা আল্লাহর কাছে বল
পাহাড়সম বিপদের মাঝে যারা পায় না কো, কোনো ঠাই
মহাবিশ্বের কান্ডারী আল্লাহ, শুধু তাঁর কাছে চাওয়া চাই।
ভুলে-ভালে, পাপের সাগরে যে যতই, করুক না অবগাহন
অনুতপ্ত হয়ে তাওবা করে পাপকে তার, করতে হবে দহন
অনুশোচনায় নিজকে শুধরিয়ে যদি কেউ, ভালো হতে চায়
করুণাময় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন নিজ করুণায়।