জেগেছে জনতা ভেঙ্গেছে ভয়
চুপ করে আর বসে থাকা নয়
রক্ত দিয়েছে , বক্ষ পেতেছে
প্রাণ দিয়ে হলেও আনবে জয় ।
কত যে মায়ের বুক হয়েছে খালি
তবুও তাদের যায় না হেয়ালি
দাম্ভিকতা আর ক্ষমতার চালাচালি
মজলুম হয় শুধু ক্ষমতার বলি।
তরুণের তারুণ্যই হলো দেশের শক্তি
অবমূল্যায়নে ক্ষয় যেন না হয় এক রত্তি
আজকের সুজন হবে আগামীর কীর্তি
তারাই দূর করে দিবে যত বাঁধা বিপত্তি।
আর কত কাল রাজপথে রক্ত ঝরাবে
এমনি করেই আরও ইতিহাস গড়াবে
ইচ্ছে মতন হিংস্রতার বিষ ছড়াবে
আর কত লাশে তাদের প্রাণ জুড়াবে।
দূর হতে যতই নাড়াও কল-কাঠি
খ্যাপাটেরা চিনেছে এ দেশ ও মাটি
যতই মজবুত রাখো নিজেদের দূর্গটি
নিজের ললাটে লিখে রাখো, নিজের দুর্গতি ।