একই অফিসের বন্ধুর কাছ হতে নতুন খবর এলো
খুব খুশিতেই তার নতুন সংবাদটা বলে ফেললো
নতুন চাকুরীর নিশ্চয়তাটা নাকি আজিকে'ই পেলো
পদবীর সাথে মাইনেটাও নাকি বেশ বেড়ে গেলো।
নিজেও ভেবেছি কতবার , এ ভাবে চলবে না আর
মাইনেটাও ঘুর-পাক খাচ্ছে একই স্কেলে বারবার
নতুন আরেকটা কর্ম খুঁজে পাওয়া, কঠিন কি আর
অনেক বছরের অভিজ্ঞতাই হতে পারে সম্বল আমার।
আবার একাকী সাত-পাঁচ ভাবি, আছি’ই তো সুখে
নতুন সুখের লোভে, না জানি পড়ি কোন অ-সুখে
এমনই দো-টানার মাঝে দিনগুলো শুধু যায় কেটে
তাই মনকে বুঝাই ,কি লাভ এতো খেটে খুঁটে ।
তাই নতুন করে নতুন কর্মের খোঁজে, মন টানে না
বেশি চাইতে গিয়ে না জানি আসে কোন যন্ত্রণা
নতুন করে নতুন চাকুরীতে আর কোনো যুদ্ধ চাই না
সেই কারণে আমি আর নতুন করে চাকুরী খুঁজি না ।
তাই শান্তির গান গেয়ে যাই আধুনিক গানের সুরে
‘এই বেশ ভাল আছি’, কর্ম করি, নইতো ভবঘুরে
চাল-চুলো সবই আছে,তবে কি লাভ এতো কষ্ট করে
সরল জীবন যাপনই চেয়েছি সারাটাজীবন ভরে।