এক পা করে গুটি গুটি পায়ে এক সাথে চলা
এমনি করেই দিন পার হয়, মাসের পরে বছর
বৃষ্টির কথা, রঙ রংধনুর গল্প করেই বুঝি
কাটে সারা বেলা , দুপুর আর রাতের প্রহর ।

যতটা স্বপ্নময় তার চেয়েও বেশি লাগে বিস্ময়
অজান্তেই দূরত্বকে জয় করে বেড়েছে প্রণয়
মুগ্ধতায় ভেঙ্গেছে নিরবতা, কমেছে জড়তা
আবেগের উচ্ছ্বাসে দিনে দিনে বেড়েছে মমতা ।

এমন করেই এত কাছে আসার এত আয়োজন
দিন যত যায় যাক, বাড়ুক আরও আকর্ষন
বাঁধভাঙ্গা এত যে আবেগ, মনে ধরে রাখবো
বুঝে না বুঝে, লিখে দিয়ে যাবো মহাকাব্য ।