অপূর্ণতাকে ঘিরেই আবর্তিত এই জীবন
সুখের স্বপ্নরাও ভেঙ্গে পড়ে যখন-তখন
তবুও জীবনের ঢেউ আপন গতিতে সন্তরন
এমনি করেই চলে নতুন স্বপ্ন গড়ার পণ ।
এই পথ-চলা সহজ তো নয়, ছকে ফেলো যতই
ভাঙ্গা-গড়া দল বেঁধে আসবেই , ঢেউের মতই
এই বাস্তবতার ভীড়ে তবুও স্বপ্নরা রাঙিয়ে যায়
প্রেম-ভালোবাসার স্পর্শে আর মায়া মমতায় ।