যত দূরে থাকো তুমি, হোক সে অনেক দূর
তবুও কানে বাজে যেন সে’ই হারানো সুর
আধো আলোর মাঝেও, খুজিঁ ফিরি তারে
জোছঁনা হয়ে আলো ছড়াও মনের আধাঁরে ।
তুমি চাঁদ নও তবুও তুমি চাঁদেরই মতন
আমার পৃথিবীর জন্য তোমাকেই প্রয়োজন
চাঁদবিহীন যেমন হয়না ঋতুর পরিবর্তন
তুমিহীনা রাঙে না তো আমার এ জীবন ।
পাখির কলতানে বাগিচা জাগে উল্লাসে
ফাগুনে আগুন জ্বলে রক্ত লাল পলাশে
বসন্তের আবেশে নতুন ফুলেরা উঠে হেসে
তোমাকেও সাজাই আরও ভালোবেসে ।