ছাত্র-জনতা দমাতে তোদের
কতটি বুলেট আছে
কুলিয়ে উঠতে পারবি না কখনো
তারুণ্যের শক্তির কাছে ।
যুদ্ধ করেই মরবো জেনো
নয় বাঁচবো বীরের মত
অত্যাচারীর ধরবো টুটি
তাকে করবো প্রতিহত ।
চেতনার আলো দিক না নিভিয়ে
ভয় পাসনে ওরে
প্রতিবাদের আলো জ্বালিয়ে রেখেছি
প্রত্যেক ঘরে ঘরে ।
তাদের সাথেই সুর মিলাবো
যারা ন্যায়ের জন্য লড়ে
তাদের সাথেই হাত মিলাবো
যারা শোষণের প্রতিবাদ করে ।
জমিয়ে রাখা ক্ষোভ গুলো আজ
ফিরিয়ে দিবো শত্রুকে
সোনায় বাংলায় আর নয়
তাদের আবাস হোক কল্পলোকে ।
বুকে আয় তোরা আমার
যারা অধিকার হতে বঞ্চিত
তোদের জন্যই এক বুক ভালোবাসা
যতনে রেখেছি সঞ্চিত ।