প্রাণের পরশে মনের হরষে সেই হাসি খুশি
এমনটাই সবাই বড্ড বেশি ভালোবাসি
বন্ধু মিলন মানেই রাজ্যের যত হাসা-হাসি
বন্ধু মানেই রসা-রসি, কিসের মন কষাকষি ?
সব পদের দুষ্টুমি নিয়ে, ছিল অতীতের দিনগুলো
দূরে বেড়ানোর অভিজ্ঞতা আজও জমকালো
স্মৃতির পাতায় সব রয়েছে সযতনে মোড়ানো
বহু পরেও সেই ক্ষণগুলো জীবনের সাথে জড়ানো ।
বয়সের রঙ আজ বড়ই শক্ত আমাদের মাঝে
তারই ছাপ পড়েছেও যেন চামড়ার ভাজে
মাথার চুলের গঠনও হয়ে গেছে খুবই বাজে
পথ্য আজ চির সঙ্গী যেমন, সকাল সন্ধ্যা সাঁঝে।
শত ব্যস্ততা থাকে থাকুক, আড্ডাটা হওয়া চাই
বহুদিন পরে, বন্ধু মিলনের সুখ আর কিছুতে নাই
কথায় কথায়, কত যে স্মৃতি আবারোও খুঁজে পাই
এসো হে বন্ধু তুমি, এই প্রাণেরই মাঝে নিও ঠাঁই।