বহু যুগ পরে বসন্ত এসেছে
এ দেশ পেয়েছে নতুন স্বাধীনতা
আনন্দ-কান্নায় মুখরিত চারিদিক
ভেঙ্গেছে বহুদিনের অধীনতা ।
বীর যোদ্ধা স্যালুট- ‘তোমাদের’
তোমরাই আমাদের অহংকার
তোমরাই জাতির পথ প্রদর্শক
গর্বিত মায়ের অলংকার।
তোমরাই আমাদের জাতীয় বীর
তোমরাই জাতির কান্ডারী
তোমরাই রুখেছো অনিয়ম যত
রুখে দিয়েছো তাবেদারী।
এবারও কিনেছি বহু রক্ত দিয়ে
শূণ্য হয়েছে কত যে মায়ের বুক
এত আনন্দের মাঝেও কষ্ট লাগে
ভেসে উঠে সে’ই ভাইদের মুখ ।
তোমরা যে পারো, এতোটা পারো
বুঝেনি তো জাতি আগে
আমরা যা পারিনি, সেটাই দেখালে
তোমাদের আত্মত্যাগে ।
তোমরাই দিয়েছো প্রেরণা জাতিকে
দেখিয়েছো মুক্তির নতুন পথ
তোমাদের নিয়েই গড়বো এ দেশ
এই হোক সকলের শপথ ।
বহু দিন পরে সোনালী এই ভোরে
মজলুম পেলো স্বস্থির নিঃশ্বাস
আবার নতুন করে পাবে ফিরে
বাক স্বাধীনতার আশ্বাস ।
গর্বিত বাবা-মায়ের গর্বিত সন্তান
তোমাদের অবদান হবেনা নিঃশেষ
শোষকের হাত হতে ছিনিয়ে এনেছো
আমার সোনার বাংলাদেশ ।