মানুষের ছায়ায় বেড়ে উঠা মনুষ্য-দানব
কেড়েছে মানবতা, দিয়েছে ধ্বংসের উৎসব
যে দিকে তাকাই, লোভীর রাজত্ব চারিদিকে
রক্তাক্ত করেছে আমার সোনার বাংলাকে ।

আজ দাবনের ভীড়ে নিরীহরা ধুঁকে মরে
নিঃশব্দে নীরবে নৃশংসতার ইতিহাস গড়ে
সততা হৃদ্দতা দেশ-প্রীতি শুধুই মুখের বুলি
নিজ দেশের প্রগতির কথা যায় সবে ভুলি ।

মজলুম সব জনতা আজ বড়ই নিরুপায়
দিন যত যায়, মনে তাদের আতংক বাড়ায়
কত জন হারিয়েছে স্বজন ভুলেছে স্বাধীনতা
নিজ ঘরে ধুঁকে ধুঁকে মরে, সম্বল শুধু নীরবতা।

প্রতিবাদী কন্ঠ হারিয়েছে জনতা কোন্ কালে
নিজেদের শৌর্য্য-ঐতিহ্যও আজ গিয়েছে ভুলে
নিরুপায় দৃষ্টিতে চেয়ে ভাবছে, কবে সে আসবে-
সেই কান্ডারী, যে ‘মানবতা’ ফিরিয়ে আনবে ।