শুনেছি কোথায় নাকি নদীর রং হয়েছে ফিকে
কত রকমের গল্প-গুজব তো ছড়ছে চারিদিকে
সংবাদ দাতাদের সংবাদও আজ মুখে মুখে
ইদানিং কোনো কিছু আনে না প্রভাব বুকে।
রং যদি বদলায় নদীতে, তাতে কি এসে যায়
মানুষ’ই তো এক জীবনে, কতো রং বদলায়
আজ যদি থাকে বন্ধু কাল হয়ে যায় কেউ শত্রু
বাঙ্গালি স্বাধীন হয়েছি ঠিক’ই মানুষ হইনি শুধু ।
বাঙালি ভাবে, নিজে বাঁচলে তো বাপের নাম
যে ভাবেই হয় হোক উদ্ধার, নিজের যত কাম
এই ভাবেই নিজেরা নিজেদের দিয়ে যায় বাঁশ
দূর হতে সবাই, তা’ই দেখে বলে সাবাশ সাবাশ।
সকলেই জানে বাংলাদেশে’ই হচ্ছে পুকুর চুরি
পরের পয়সাতে বানায় বাড়ি হাকায় দামি গাড়ি
হালাল রুজির ধার ধারে না শুধুই কামাই করো
লোক লজ্জার কেউ ধার ধারে না, টাকাটাই বড়।