আমরা সবাই বাংলাদেশি, একটি পরিবার
মিলে মিশে থাকবো হেসে, মিলবো শতবার
ভুলের মানুষ,আমরা সবাই,ভুল করি বারেবার
হোক প্রতিজ্ঞা, করবো না তো অবজ্ঞা কারো আর ।
আড্ডাতে, লেখালেখিতে, কত যে কথা বলি
দিনের শেষে মনের মাঝে, রেখো না ভুল গুলি
ভুল হলে, ভুলেরই মাঝে দিয়ে দিও রঙ তুলি
ফিরে এসে, আগেরই মত করবো গলাগলি ।