অপেক্ষাতেই জানি, মিলে মানিক রতন
তবুও তো মানে না কিছুই, আমার এ মন
যা কিছুই ঘটে সবই তো ভাগ্যের লিখন
এমনি করেই এগুতে হবে, এটাই জীবন ।

ধৈর্য্যেরও বাঁধ আছে, ভাঙ্গেও যখন-তখন
এলোমেলো হয়ে যায় যত সাজানো স্বপন
সুখ-পাখির জন্যই সবার কত আয়োজন
তারই গলে বাঁধতে মালা, জীবনের পণ।

এ জগতে তুমি’ই তোমার, তুমি’ই প্রিয়জন
তুমি’ই হলে ছাই চাঁপা আগুনের মতন
নিজেকেই ভালোবাসো, করো গো যতন
সময়ের তালে,নিজেকেই করো সংশোধন ।

হাল ছেড়ে হেরে গেলে কিছুই তো পাবে না
তোমার অভিমানে, ফিরেও কেউ চাইবে না
তুমি পারবে’ই এই হোক তোমার প্রার্থনা
কঠোর শ্রম আর সাধনা,বৃথা কভু যায় না ।