আবার হবে আড্ডা, হবে কথোপকথন
মন খুলে, বেলা অবেলায়, যখন তখন
আমিও আছি থাকবো যখনই প্রয়োজন
দেশ, জনগণই হলো আমার প্রিয়জন ।
যদি হারাই খুঁজে নিও আমায় স্মৃতিতে
অথবা ফেলা আসা দিনের লেখনিতে
অথবা সোনালী দিনের কোনো অতীতে
তারার ভীড়ে জোঁছনার কোনো রাত্রিতে ।
কত স্বপ্ন নিয়ে বেঁচে থাকি, এগিয়ে যাই
এগিয়ে আসো যদি কেউ, নতুবা একাই
আমার প্রেরণা , লক্ষ্য - আমি যে নিজেই
আমার শক্তি, মনোবলে আছেন বিধাতাই ।