আহ জীবন! কত যে রঙিন তুমি কত যে মধুময়
কত রঙে দাও দেখা, কত যে নতুনের হয় পরিচয়
দিনে দিনে অজান্তেই ছড়িয়েছো আলো বিশ্বময়
এই ধরণীর সব কিছু আসলেই মোহময়।
এতো রূপ এতো যে রঙ, এই ধরণীকে ঘিরে
প্রাণের পরশে মায়া মমতায় রাখে আপন করে
বিন্দু বিন্দু করে মায়া জমে যায় মনের গভীরে
যদিও জানি যেতে হবে একদিন মায়ার বাধন ছিঁড়ে।
যা চলে যায় তা আসে না তো ফিরে আর ঘরে
জীবনের এই রঙ্গ-লীলা চলে আলো-আধাঁরে
এক চিলতে খুশির ফোয়ারা ছিল যেই অধরে
সোনালী স্মৃতির মতন শুধু রয়ে যায় ধরণী পরে ।