হে মানব,
তোমার মৃত্যুর পর লাশের চারপাশে যদি কান্নার রোল পড়ে,

ভেবো না সবাই তোমার জন্য ব্যথিত কিংবা দুঃখিত ।

কান্না ছোঁয়াচে বিধায় মুহূর্তে ছড়িয়ে পড়ে মানুষের ভিড়ে ।

মৃত্যুর তিন দিন পর কারো কারো চোখে জলের বদলে

একটা দীর্ঘশ্বাস পেতে পারো ।তার চেয়ে

বেশী কিছু আশা করো না পৃথিবীর কাছে বরং

তোমার মৃত্যুকে উৎসব বানিয়ে কেউ যদি

ভুড়িভোজ শেষে তৃপ্তিতে তোমার পুনঃ মৃত্যু কামনারত হয়

তবে বিস্মিত হওয়ার কিছু নেই ।

মানুষের মৃত্যু এখন ভুড়িভোজের উপলক্ষ মাত্র!