যার সনে হেঁটেছি নির্জন দুপুরে গাছের ছায়ায়,
অন্ধকারে গলির দেয়ালে পিঠ ঠেকে মেতেছি চুম্বনে গোপনে সন্ধ্যায়,
সে এখন কার ঠোঁটে উষ্ণতা খুঁজে পায়?
যে প্রেমের ছলে গল্পের তালে দীর্ঘ রজনী নিমেষে হতো ভোর,
সারাদিনেও কাটতো না প্রেমের ঘোর,
সে প্রেম খুলেছে কার হৃদয়ের দোর ?
কত অনায়াসে তুমি বেঁধেছো ঘর, আমাকে করেছো যাযাবর,
দুপুরে খাবার টেবিলে দেবতার তরে অপেক্ষার প্রহর ,
সন্ধ্যায় ব্যস্ত তোমার সাঝঘর, মাঝরাতে ওপাশ ফিরে বালিশে অশ্রুজল,
এ কেমন প্রেমের বিয়োগফল ?
এখনও সন্ধ্যা হলে কোন কোন নদী হুহু করে কাঁদে,
অসময়ে ভাঙে বেরী বাধঁ, প্লাবিত ফসলি জমিন, কৃষকের মনে হাহাকার,
সর্বনাশা প্লাবন সব করিলো চারখার ।
জানি একদিন পাকা চুলে দাঁড়াব মুখামুখি,
বুড়ি হবে তুমিও, কষ্টের কথা হবে না বলা সেদিনও,
তারপর কেমন চলছে সংসার ?সন্তানদের গল্পে সময় করবো পার,
এরপর দেখা হবে না বহুদিন,
বিদায়ের পরে নয়নে তোমার অশ্রু যদিও
আসে জানা হবে না কোনদিন।