চেনা নদীর কিনারে আবার এলাম ফিরে,
হেটেছি বহুপথ ঘুরেছি খালে বিলে।

ছুঁয়েছি শীতল জল বসেছি সবুজ ঘাসে,
মন হল উদাসী শৈশব চোখে ভাসে।

বহমান খোলা হাওয়া মনে লাগে দোলা,
আকাশে সাদা মেঘ জমিনে আমি একেলা।

এক ঝাঁক বেড়ার পাল চরে বেড়ায় সবুজ বিলে,
দুষ্ট ছেলের দল নদীতে শামুক খুঁজে ফিরে।

মাঝিরা নৌকা থেকে নদীতে ফেলে জাল
ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখে হই বেসামাল।

এই মাটিতে কেটেছে শৈশব, খেলেছি পাড়ার মাঠে,
পুকুরে পুকুরে কেটেছি সাঁতার সন্ধ্যায় গিয়েছি হাটে।

গ্রীষ্মকালে একদা আম কুড়াতে গিয়েছিলাম মামার সাথে
আড়াই জোড়া আম পড়ে অধমের মাথা গিয়েছিল ফেটে।

সর্বনাশা নদী কেড়ে নিল সব, কেড়ে নিল ঘরবাড়ি,
পেটের টানে জীবিকার সন্ধানে শহরে দিয়েছি পাড়ি।

বাড়ি-স্কুল-হাট ভেঙ্গে হারিয়ে আজ অতল সাগরে,
ভিটেমাটি স্মৃতি চিহ্ন পড়ে রয় অযত্নে অনাদরে।

গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ সবি হলো গল্প-গান,
নাড়ির টানে ছুটে আসব বারবার যতদিন রবে দেহে প্রাণ।

আজ আঁখি ভিজে যায় ভেবে স্মৃতিময় শৈশবকাল,
এ মাটির ঋণ কেমনে শোধ করবে অধম ফয়সাল?