তিমির রাত্রি, চারিদিকে অন্ধকার,
অদুরে কুকুরের কুৎসিত চিংকার।
রাইফেল-বুলেটের শব্দ, আকাশ বাতাস স্তব্দ,
ভয়ে কাঁদে শিশু-বৃৃদ্ধা নারী,
যুবকের দল, কোথায় আছিস বল?
দেখা তোর সাহসের বাহাদুরী।
মুসলিম যাবে মসজিদে, হিন্দু যাক মন্দিরে,
তবে কেন মুর্খ মানব, তর্কের খাতায় বন্দিরে।
কেন তবে ধর্মের নামে অর্ধমের হয় চর্চা?
যুবকের দল, ভেঙ্গে দাও ভুল, জান যাবে না হয় গচ্ছা।
পিতা কয় ডাক্তার হও, মেয়ে আাঁকে ছবি,
মায়ের স্বপ্ন উকিল হবে, ছেলে নাকি মহাকবি!
তবে কোথায় মোদের লক্ষ মুজিব?
কোথায় জিয়ার সৈনিক।
কোথায় মোদের আগামী নেতা?
মোরা নাকি দেশপ্রেমিক!
চোরের হাতে শেয়ার বাজার, খুনি নেতার আসনে,
মিছিলে মিছিলে চলে গোলাগুলি, দেশ যাচ্ছে রসাতলে!
খুনি-ধর্ষকের হয়না বিচার, মামলা চলে যুগে যুগে,
জেগে উঠো যুবক! হও কান্ডারী, থেকো না ঘুমের ঘোরে।
বিশ্বের বুকে উড়াও তোমরা বিজয়ের পতাকা,
তোমাদের চোখে মুক্তি দেখেছে লক্ষ কোটি জনতা।