আমার খবর নেয়ার সময় হয়না তোমার
ঘুরে বেড়াও এ গলি থেকে ঐ গলি,
তোমার জন্য কতটা পোড়ে কেমন করে বলি?
বুকের ভিতরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে,
সবকিছু অর্থহীন - বর্ণহীন মনে হয়
নিবিড় মুগ্ধতা-আমার জন্য একটু হবে কি সময়?
আমাকে চিঠি লেখার সময় হয়না তোমার
ঘুরে বেড়াও আদালত পাড়ার অলিগলি,
কতটা দিন আছি চিঠির আশায় কেমন করে বলি?
কিছুই ভালো লাগেনা আমার, সবকিছু লাগে এলোমেলো,
নিবিড় মুগ্ধতা-আমাকে নিয়ে কি কখনো ভেবে ছিলো ?
ধুলো উড়া রাস্তায় একা একা হেঁটে চলি
বাদুড়ের মতো বাসে ঝুলে প্রত্যহ অফিসে যাই
উঁচু উঁচু দালানে তাকিয়ে কপালকে দোষ দিই
ফুটপাতের খাবার খেয়ে বুকের জ্বালা বাড়াই
তোমার মতো কাউকে দেখে পেছনে ফিরে তাকাই।
নিবিড় মুগ্ধতা- একবার কি উদাম ঠোঁট বাড়িয়ে দেবে ?
চোখের মণিতে তাকিয়ে মোহনীয় কথা শোনাবে
হিমালয় থেকে ততক্ষণে গলতে থাকুক বরফ
মুক্ত আকাশে উড়ে যাক একজোড়া শালিক
প্রিয় লাল-নীল রং মিশে একাকার হয়ে যাক।
কালো গাউনের ভাঁজে আইনের লাল ফিতায়
চাপা পড়ে গেছে ভালোবাসার সুক্ষ অনুভূতিগুলো,
ব্যস্ততায় মুছে গেছে আয়ুরেখা, সাজবাতি নিভে এলো,
মনে পড়ে দিনাজপুরে আমার এক প্রেমিকা ছিলো।
কখনও হয়নি চক্ষু দর্শন একসাথে পা ভিজেনি রুপালি জলে,
তুমি বলেছিলে-আমার জন্য দাঁড়িয়ে থেকো শিমুল গাছের তলে।
এখনো ঠাঁই দাঁড়িয়ে আছি , নঁকশী কাথায় দুঃখ বুনেছি
দুরের কোকিল যতই ডাকুক মিষ্টি সুরে, কখনও ফিরেনা নীড়ে।