একা হলে মনে হয় কোথাও কেউ নেই, সবাই ঘুমিয়ে ।
শুনতে পাই টেব গড়িয়ে জলের শব্দ ,দেয়াল ঘড়ির সেকেন্ড গোনা, টিকটিকির ঠিকঠিক ।
একা হলে মনে পড়ে পুরোনো শহরে অসুস্থ প্রেমিকার মুখ, মনে পড়ে যুগল স্নান !
পার্টিতে হাস্যজ্জল নারীদের সেলফিবাজি ।
একা হলে ইচ্ছে করে খুন হই, কবর খুঁড়ি প্রেমিকার বুকে ।
জাগ্রত হয় পুরনো অসুখ, শিং মাছের কাঁটার মতো টনটন ব্যথা ।
একা হলে ভীষণ তৃষ্ণার্ত হই,
জল ঢেলে যায় বন্দুকের নলে!