জীবনের কাছে কি চাইবার আছে আর?
যা কিছু চেয়েছি শুন্য হাতে ফিরেছি বারবার।
সব পাখি ভালো থাকুক, সব নদীপথে আসুক জোয়ার,
ভালো থাকুক সেই নারী, শেষ রাতে যে খোলে দুয়ার,
প্রেমিকের পথ চেয়ে; প্রবাসে যার কোটিপতি স্বামী,
অর্থ নাকি প্রেম, নারীর কাছে কোনটা বেশী দামী?
জিতে যাক প্রেম, প্রেমিকার কোলে আসুক সু-সন্তান!
আরো বছর পাঁচেক পরে স্ত্রীরাও পাবে অধিক সম্মান।
জীবনের কাছে চাইনি তো কিছুই ক্ষয়ে ক্ষয়ে যাবে দিন,
পুর্ব পুরুষের ভুলের মাশুল,গুনতে গিয়ে বাড়ে যত ঋণ।