কাল যে শিশু জন্ম নেবে এই শহরে

সে জেনে যাবে তার জন্মস্থান কোন এক কসাইখানায় ।

মায়ের শরীরে ছুরি চালিয়ে দেখতে হয়েছে পৃথিবীর মুখ !

প্রতি বছর সে ছুরি দিয়ে কাটা হবে জন্মদিনের কেক,

উল্লাসে মেতে উঠবে পিতা আর

স্বপ্ন বুনবে প্রতিদিন

বড়ো হয়ে কসাই হবে তার সন্তান!